ভাতা ও বকেয়া পরিশোধের দাবিতে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন ঘেরাও
নতুন পয়গাম, হাসান লস্কর, কলকাতা: ৭ জানুয়ারি পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ডাকে স্বাস্থ্য ভবন ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি পালিত হয়। পাহাড় থেকে সুন্দরবন পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার আশা কর্মী এই কর্মসূচিতে অংশ নেন। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকা থেকেও বহু আশা কর্মী কলকাতায় এসে এই আন্দোলনে সামিল হন। আশা কর্মীদের ন্যূনতম ভাতা বৃদ্ধি, মাসের পর মাসের বকেয়া পরিশোধ, ছুটির ব্যবস্থা সহ একাধিক দাবিতে গত ২৩ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী (কন্ট্রাকচুয়াল) ইউনিয়নের ডাকে লাগাতার কর্মবিরতি চলছে। ৭ জানুয়ারি পর্যন্ত এই কর্মবিরতি ১৬ দিন অতিক্রম করে।
আন্দোলনকারী আশা কর্মীদের অভিযোগ, সামান্য পারিশ্রমিকে তাঁদের উপর অতিরিক্ত কাজের চাপ দেওয়া হচ্ছে। দিনের পর দিন দিবারাত্র ডিউটি করতে হলেও তার উপযুক্ত পারিশ্রমিক তাঁরা পান না। বর্তমানে আশা কর্মীদের মাসিক ভাতা প্রায় সাড়ে পাঁচ হাজার ২৫০ টাকা, যা তাঁদের মতে বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত অপ্রতুল। তাঁদের কাজের মধ্যে রয়েছে নিজ নিজ এলাকার গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে গিয়ে নিরাপদ প্রসব নিশ্চিত করা। প্রাতিষ্ঠানিক প্রসবের ফলে মা ও শিশুর যত্নে সুবিধা হলেও, সেই দায়িত্ব পালনে আশা কর্মীদের রাতের পর রাত হাসপাতালে ছুটতে হয়। অনেক সময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও তাঁদের কাজ করতে হয় বলে অভিযোগ।
এছাড়া, গর্ভবতী মায়েদের দীর্ঘদিন পরিষেবা দেওয়া, হাসপাতালে নিয়ে যাওয়া, মোবাইল ফোন রিচার্জসহ বিভিন্ন খরচের জন্য নির্ধারিত পারিশ্রমিক মাসের পর মাস বকেয়া থাকে বলেও দাবি করেন তাঁরা। এই সমস্ত সমস্যার সমাধানের দাবিতেই রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছেন আশা কর্মীরা। এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যারিকেড ভাঙা নিয়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধ্বস্তাধস্তি হয়। এদিন স্বাস্থ্য ভবনের সামনে দীর্ঘ সময় ধরে জমায়েত ও ঘেরাও চলে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আগামী দিনেও আন্দোলন জারি থাকবে।








