ইন্দোরে আজ মরণবাঁচন ম্যাচে দলে হয়তো অর্শদীপ সিং
নিজস্ব সংবাদদাতা: ভারতে এসে নিউজিল্যান্ড কখনো ওয়ানডে সিরিজ জেতেনি। কিন্তু এবার সেই আশঙ্কাই মাথাচাড়া দিচ্ছে ভারতীয় শিবিরে। এর আগে নিউজিল্যান্ড টেস্ট সিরিজে ভারতে এসে ৩-০ হোয়াইটওয়াশ করেছিল টিম ইন্ডিয়াকে। রবিবার ওডিআই সিরিজ জেতার হাতছানি তাদের সামনে। কারণ, তিন ম্যাচের সিরিজ আপাতত ১-১। ভারত জিতলে পুরানো ক্ষতে কিছুটা প্রলেপ লাগবে। আর হারলে? ফের মুখ পুড়বে গৌতম গম্ভীর ব্রিগেডের। হোলকার স্টেডিয়ামে শুভমান গিলরা তাই মস্তবড় চ্যালেঞ্জের মুখে। ২০১৯ সালের মার্চে শেষবার দেশের মাঠে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ হেরেছিল ভারত। সেবার অস্ট্রেলিয়া জিতেছিল ৩-২ ব্যবধানে। নিউজিল্যান্ড অবশ্য কখনওই ভারতে এসে একদিনের সিরিজ জেতেনি। ১৯৮৯ সাল থেকে পঞ্চাশ ওভারের ফরম্যাটে খেলতে এদেশে আসছে ব্ল্যাক ক্যাপসরা। তবে এবারের মতো অনভিজ্ঞ দল নিয়ে কখনও আসেনি। স্কোয়াডে থাকা আটজন এবারই প্রথম ভারতে এসেছেন। আর প্রথম দুই ম্যাচেই একজন করে কিউয়ি ক্রিকেটারের অভিষেক হয়েছে। তবুও নাছোড়বান্দা লড়াই থেকে হটেনি মাইকেল ব্রেসওয়েলের দল।বরোদায় বিরাট কোহলির দাপটে সিরিজে লিড নিয়েছিল ভারত। কিন্তু রাজকোটে ড্যারিল মিচেলের শতরানে সমতা ফেরায় নিউজিল্যান্ড। স্পিনের বিরুদ্ধে পরিকল্পিত ঝুঁকি নিয়েই সফল মিচেল। বিশেষ করে কুলদীপ যাদবকে যেভাবে তিনি পিটিয়েছেন, তাতে দুঃস্বপ্নেও হয়তো তাঁকে দেখছেন চায়নাম্যান। অথচ, কিউয়ি স্পিনারদের সেভাবে মারতে পারেননি ভারতীয় ব্যাটাররা।
সার্বিকভাবে রাজকোটের হারে দলের মনোবল বড় ধাক্কা খেয়েছে। এই আবহে প্রশ্ন উঠছে ভারতের দল গঠন নিয়ে। বাঁ-হাতি পেসার অর্শদীপ সিংকে খেলানো হতে পারে বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন প্রসিদ্ধ কৃষ্ণা। কারণ, নতুন বলে আক্রমণ শুরু করা মহম্মদ সিরাজ ও হর্ষিত রানাকে বাইরে রাখার প্রশ্ন নেই। আবার কুলদীপের পরিবর্তেও দলে আসতে পারেন অর্শদীপ। ইন্দোরের মাঠ ছোট। তাছাড়া, অর্শদীপ সুইং করাতে পারেন। ডেথ ওভারেও গতির হেরফেরে কার্যকরী। চর্চায় নীতীশ কুমার রেড্ডিও। রাজকোটে তাঁকে মাত্র দু’ওভার বল করানো হয়েছিল। ব্যাটেও তিনি বড় রান পাননি। কেন তাঁকে বয়ে বেড়ানো হচ্ছে, প্রশ্ন উঠছে। আয়ুষ বাদোনির অভিষেকের সম্ভাবনা তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চলতি মরশুমে ‘রো-কো’ জুটির এটাই শেষ ম্যাচ। জুলাইয়ে ইংল্যান্ড সফরে ফের একসঙ্গে খেলতে দেখা যাবে রোহিত শর্মা ও কোহলিকে। তার আগে রবিবার নিশ্চিতভাবে নজরকাড়া পারফরম্যান্সে নজর থাকবে দুই মহারথীর। এই সিরিজে রোহিত এমনিতেও রান পাননি। অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে দুটো ইনিংসেই দ্রুত আউট হয়েছেন তিনি। কোহলিকে তুলনায় ছন্দে দেখা গিয়েছে। বরোদায় শতরান নিশ্চিতই দেখাচ্ছিল তাঁর। রাজকোটে মেজাজে ছিলেন ক্যাপ্টেন শুভমানও। কিন্তু তিনি আউট হতেই চাপে পড়ে যায় ইনিংস। লোকেশ রাহুলের শতরান স্বস্তি দিলেও বোলাররা তার মর্যাদা দিতে ব্যর্থ। কুলদীপ ও জাদেজার বোলিং নিয়ে উঠছে প্রশ্ন। প্রাক্তনদের কেউ কেউ তো অক্ষরকে দলে নেওয়ার পক্ষে সওয়াল করেছেন।তবে আপাতত সব নজর ইন্দোরের দিকে।জিতলে সব সমালোচনা ঢাকা পড়ে যাবে। আর হারলে….
আজ ভারত বনাম নিউজিল্যান্ড।
তৃতীয় ওয়ানডে।
খেলা শুরু দুপুর দেড়টায়।
সম্প্রচার স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।








