মুস্তাক আলির পর বিজয় হাজারে’তেও বিদায় বাংলার
নতুন পয়গাম, এম.রহমান, রাজকোট:
বাংলা – ২৬৯/১০
উত্তর প্রদেশ – ২৭২/৫
(উত্তর প্রদেশ ৫ উইকেটে জয়ী)।
আবারও ব্যর্থ বাংলা।সর্বভারতীয় টুর্নামেন্টে বাংলার ভরাডুবি অব্যাহত। খেতাব আসছে না বাংলার ঘরে। এই মরসুমে দু’দুটি টুর্নামেন্টে ব্যর্থ বাংলা ক্রিকেট দল। সৈয়দ মুস্তাক আলির পর কাল উত্তর প্রদেশের কাছে হেরে বিজয় হাজারে ট্রফি থেকে ছিটকে গেল লক্ষ্মীরতনের দল। বিজয় হাজারে ট্রফিতে বাংলা শেষ বার চ্যাম্পিয়ন হয়েছিল ১৩ বছর আগে অর্থাৎ ২০১১-১২ মরসুমে। সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে বাংলা শেষ বার চ্যাম্পিয়ন হয়েছিল আরও আগে,অর্থাৎ ১৪ বছর আগে (২০১০-‘১১)। আর রঞ্জি ট্রফি শেষ বার চ্যাম্পিয়ন হয়েছে ৩৫ বছর আগে অর্থাৎ ১৯৮৯-‘৯০ মরসুমে।
বাংলার রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল)’এর অর্থবল, লোকবলের অভাব নেই। ধনী সংস্থা। প্রাক্তন ক্রিকেটারদের লক্ষ লক্ষ টাকার চুক্তিতে বাংলার বিভিন্ন বয়স ভিত্তিক দলের কোচ করা হয়েছে। কিন্তু ছবিটা সেই একই থেকে গিয়েছে। সর্ব ভারতীয় টুর্নামেন্টে দীর্ঘ সময় ধরে বাংলার কোনও সাফল্য নেই।এই মরসুমে বাংলার সামনে এখন সর্ব ভারতীয় টুর্নামেন্ট বলতে আছে শুধু রঞ্জি ট্রফি। কি হবে রঞ্জিতে? জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।তবে এই পারফরম্যান্স বজায় থাকলে ভালো কিছু আশা করা অন্যায়।








