সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভার আগেই পোস্টার পড়ল, দাবি নতুন রেল স্টেশনের
নতুন পয়গাম, আব্দুল গফফার হুগলিঃ নতুন রেল স্টেশনের দাবি নিয়ে এবার পোস্টার পড়ল সিঙ্গুর, চন্দননগর,ভদ্রেশ্বর ও ব্যান্ডেল রেল স্টেশন চত্বরে। ঘটনায় প্রকাশ, হুগলির চাঁপদানির খুঁড়িগাছির বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন হাওড়া বর্ধমান যেন লাইনের বৈদ্যবাটি আর ভদ্রেশ্বর স্টেশনের মাঝে খুঁড়িগাছি রেল স্টেশন নির্মাণের। এই দাবি নিয়ে রেল প্রশাসনের একাধিক জায়গায় জানিয়েছেন এলাকার নিত্য যাত্রী সহ মানুষেরা। এই দাবিতে একাধিকবার রেল অবরোধ করেছেন তারা। কিন্তু কোন সুরাহা হয়নি। এলাকাবাসীরা জানান, খুঁড়িগাছিতে স্টেশন হলে চাঁপদানীর মানুষের উপকার হবে। কারণ হাওড়া বর্ধমান মেন লাইনে বৈদ্যবাটি ও ভদ্রেশ্বর স্টেশনের দূরত্ব সবচেয়ে বেশি। ট্রেন ধরতে গেলে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। খুঁড়িগাছিতে নতুন রেল স্টেশন নির্মিত হলে যাত্রী সাধারণ সহ বহু মানুষের যাতায়াতের সুবিধা হবে এবং কলকাতার সাথে যোগাযোগ খুব সহজ হবে। এদিকে, আগামী ১৮ জানুয়ারি সিঙ্গুরে টাটা’র ন্যানো কারখানার জমিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করতে আসছেন। সেই সভায় উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির নেতৃত্ব। তাই আবেদন নিবেদনের পাশাপাশি পোস্টার প্রচারে দৃষ্টি আকর্ষণ করছেন খুঁড়িগাছির বাসিন্দারা। সুত্রের খবর প্রধানমন্ত্রী সভার পাশাপাশি সিঙ্গুর থেকে একাধিক দূরপাল্লার ট্রেনের উদ্বোধন করবেন।








