নাগপুরে আজ সম্মান পুনরুদ্ধারে নামছে টিম ইন্ডিয়া
স্টাফ রিপোর্টার, নতুন পয়গাম: সামনেই টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। মেরেকেটে হাতে সময় দিনদশেক। তার আগে টিম নিয়ে চিন্তার ভাঁজ কোচ গম্ভীরের কপালে। ইতিহাসে প্রথমবার ঘরের মাঠে এসে ওয়ানডে সিরিজ হারিয়ে দিয়েছে কিউয়িরা। ফলে টি-টোয়েন্টিতেও হারের ভূত তাড়া করছে তাদের। যদিও টি-টোয়েন্টি আর ওয়ানডে দলে বিস্তর ফারাক। তবুও কোথাও যেন একটা অজানা ভয় কাজ করছে।তবে আজ জিতলে সেই গুমোট ভাবটা একটু কাটবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ টিম ইন্ডিয়ার পাশাপাশি গম্ভীরের কাছেও গুরুত্বপূর্ণ।কারন তাঁর গোয়ার্তুমি স্বভাবের কারনে যোগ্য খেলোয়াড়রা দলে ঢুকতে পারছে না! তাছাড়া পরাজয় বড়ই ছোঁয়াচে রোগ। দ্রুত ছড়ায়। তা থেকে বাঁচতে সূর্যকুমার, সঞ্জু স্যামসনরা যথেষ্ট সতর্ক। নাগপুরে পৌঁছে গিয়েছিলেন জঙ্গল সাফারিতে। তাতে চাপ কতটা কমল বলা কঠিন। তবে গিলদের ব্যর্থতার প্রভাব স্পষ্ট টি-২০ শিবিরেও। সূর্যকুমার যাদব নিজেও স্বস্তিতে নেই। গত বছর ১৯টি ম্যাচে করেছেন মোটে ২১৮ রান। নেই একটাও হাফ সেঞ্চুরিও। এমন পারফরম্যান্স নিয়েও বিশ্বকাপে ভারতকে নেতৃত্বের সুযোগ পাওয়া যায়! এটাই বড় বিস্ময়ের। অনেকে মজা করে বলেন, সূর্যর লটারির টিকিট কাটা উচিত।
গম্ভীরের কোচিং কেরিয়ারের সিলভার লাইন টি-২০ ফরম্যাট। এখনও অবধি ২৭টি খেলে ২৩টিতে জয়। তিনটি হার। এই স্ট্রাইক রেটই নিউজিল্যান্ডের বিরুদ্ধে কুড়ি-বিশের লড়াইয়ে ভারতকে এগিয়ে রাখছে। তাছাড়া দুরন্ত ফর্মে অভিষেক শর্মা। তাঁর সঙ্গে ওপেন করবেন সঞ্জু। কারণ, গিল বাদ পড়েছেন। তিলক ভার্মার চোট। ফলে শ্রেয়সের খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক জানিয়ে দিলেন, বিশ্বকাপের কথা মাথায় রেখে ঈশান কিষানকে তিন নম্বরে নামানো হবে। চারে নামবেন সূর্য। মিডল অর্ডারে ভারতের বড় ভরসা হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল। রিঙ্কু সিংকেও খেলানো হতে পারে। বোলিং শক্তিশালী করতে শিবম দুবেও দুর্দান্ত অপশন। তবে বুমরাহ বিশ্রাম কাটিয়ে ফেরায় শক্তি বাড়ছে বোলিংয়ে। হর্ষিত ওয়ান ডে সিরিজে ছন্দে ছিলেন। হয়তো তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। খেলতে পারেন অর্শদীপ। তবে উইকেট থেকে স্পিনাররা সাহায্য পেলে বরুণ চক্রবর্তীর সঙ্গে দেখা যেতে পারে কুলদীপকেও।
সংক্ষিপ্ততম ফরম্যাটে খুব ভালো ফর্মে নেই নিউজিল্যান্ড। টি-২০ বিশ্বকাপের পর তারা ২১টা খেলে জিতেছে মাত্র ১৩টিতে। তবে ওয়ান ডে সিরিজের সাফল্য কিউয়িদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। ড্যারিল মিচেল তো ভারতীয় বোলারদের সামনে হয়ে উঠেছেন আতঙ্ক। তাছাড়া ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপসের মতো মারকুটে ব্যাটার নিউজিল্যান্ডের বড় ভরসা। অধিনায়ক মিচেল স্যান্টনার দীর্ঘদিন আইপিএলে খেলছেন। তিনি জানেন, কী কৌশলে ভারতকে বিপাকে ফেলা সম্ভব। তবে চোটের কারণে খেলতে পারবেন না ব্রেসওয়েল।তবে জ্যাকব ডাফি,ইশ সোধি,ম্যাট হেনরিরা যথেষ্ট অভিজ্ঞ।তাদের হারানোটা সহজ হবে না।
আজ ভারত-নিউজিল্যান্ড
প্রথম টি-টোয়েন্টি।
ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়।
সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টসে।








