শেষ বলে ছক্কা হাঁকিয়ে নায়ক ওকস্
নতুন পয়গাম ডেস্ক: একেবারে রাজকীয় স্টাইলে ফিনিশ। হারলে টুর্নামেন্ট থেকে বিদায়। শেষ বলে ৬ রান বাকি। এমন হাজারো চাপ সামলে শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে নিয়ে গেলেন কোয়ালিফায়ারে। তিনি ইংল্যান্ডের ক্রিস ওকস্।বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই এই কীর্তি ঘটালেন তিনি।বাংলাদেশে এখন নায়কের মর্যাদা পাচ্ছেন তিনি।বিশেষ করে সিলেট টাইটান্স সমর্থকদের কাছে।
আরও পড়ুন








