BREAKING:
রাজনগরের লাউজোড় উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন, বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা নাগপুরে আজ সম্মান পুনরুদ্ধারে নামছে টিম ইন্ডিয়া শেষ বলে ছক্কা হাঁকিয়ে নায়ক ওকস্ এসআইআর: কোচবিহারে জমিয়তে উলামার ডেপুটেশন রায়গঞ্জে আইন সচেতনতা কর্মসূচি: নাটক, বিশেষজ্ঞ বক্তৃতা ও আউটরিচ কার্যক্রমে জোর এসআইআর হিয়ারিং-এর নামে হয়রানির অভিযোগে খণ্ডঘোষে সিপিআইএমের মিছিল জয়নগরে বিডিওদের কাছে বিএলওদের অব্যাহতির আবেদন ভোটার তালিকা নিয়ে কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ, ইন্দাস বিডিও অফিস ঘেরাও এক বিদ্যালয়ে ছাত্রী ছয়জন, শিক্ষিকা তিনজন ইসলামপুরে পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল নির্মাণের দাবিতে বাংলা পক্ষের স্মারকলিপি মালদায় আন্তঃকলেজ জেলা ক্রীড়া প্রতিযোগিতার সূচনা; অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন কালিয়াচক কলেজ হাটজনবাজার ওভারব্রিজ ঘিরে বিতর্ক, রাজনৈতিক কর্মসূচিতে স্কুল পড়ুয়াদের উপস্থিতি ও উদ্বোধনের আগেই যান চলাচলের অভিযোগ এসআইআর আতঙ্কে আবারও প্রাণহানি, রামপুরহাটে আত্মঘাতী যুবক স্ত্রীকে লজিক্যাল ডিস্ক্রিপেন্সির নোটিস, করিমপুরে আতঙ্কে আত্মঘাতী গৃহ শিক্ষক, নির্বাচন কমিশনকেই দায়ী করল পরিবার বাংলাদেশকে ‘ডেডলাইন’ আইসিসির ডব্লুপিএল: ৫ ম্যাচে ৫ জয়, প্লে অপে বেঙ্গালুরু ছুটছে রয়্যাল সিটির অশ্বমেধের ঘোড়া, আজ পরীক্ষা ব্যারেটোর দলের নাটকীয় জয় সেনেগালের! রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ মেহতাব, বিএসএলে দল তুললো সুন্দরবন লজ্জার ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের কাছে হার ভারতের, দাম পেল না কোহলির শতরান ইন্দোরে আজ মরণবাঁচন ম্যাচে দলে হয়তো অর্শদীপ সিং ভারত-বাংলাদেশ ছোটদের ম্যাচেও ‘হ্যান্ডশেক-বিতর্ক’। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে চমকের নাম শ্রেয়স, বিষ্ণোই বয়সভিত্তিক লিগে জয় মোহনবাগানের দুই টিমের,পয়েন্ট নষ্ট লাল হলুদের ছোটদের নতুন প্রধান বিচারপতি সুজয় পাল গবেষণা ও সত্যের সন্ধানে কলকাতায় ইতিহাস সম্মেলন বিজেপি-শিণ্ডে দর কষাকষি, কাউন্সিলররা হোটেলবন্দি গ্রেটার মুম্বইয়ের মেয়র পদ আড়াই বছর করে ভাগাভাগি হবে? কেন্দ্রের দাবি, মূল্যবৃদ্ধি মাত্র ১ শতাংশ রিজার্ভ ব্যাঙ্কের সমীক্ষায় অস্বস্তিতে কেন্দ্র সরকার শংকরাচার্যকে পুণ্যস্নানে বাধা, সাধুদের প্রহার, প্রয়াগরাজে ধু্ন্ধুমারকাণ্ড মুর্শিদাবাদ: মুর্শিদকুলি থেকে মমতা পুরভোটের পর মহারাষ্ট্রে রিসর্ট রাজনীতি! ঘোড়া কেনাবেচার ভয়ে জয়ীরা হোটেল-বন্দি প্রসঙ্গ: বাংলায় মুসলমানদের অবদান আলিয়া বিশ্ববিদ্যালয়ে জামাআতের সেমিনার ‘বিদ্রোহী’ কবিতার প্রথম ইংরেজি অনুবাদ প্রসঙ্গে ‘দিল্লির জল্লাদদের কাছে মাথা নত নয়’ সিঙ্গুরের জবাব চোপড়া থেকে দিলেন অভিষেক সিঙ্গুরে শিল্প নিয়ে নীরব মোদি ট্রাম্প কালপ্রিট: খামেনেয়ি জ্যোতি বসু: কিছু অজানা কথা (৮ জুলাই ১৯১৪–১৭ জানুয়ারি ২০১০) গোয়েবলসের ফর্মূলা শিক্ষায় ইসলামের ঐতিহাসিক অবদান ও বর্তমান প্রাসঙ্গিকতা শিক্ষা কি কেবল চাকরির সিঁড়ি? প্রতিরক্ষা খাতের নিয়ন্ত্রণ কি বিদেশের হাতে? এফডিআই-এর সীমা বাড়িয়ে ঝুঁকির মুখে কেন্দ্র মালদা-মুর্শিদাবাদে দাঙ্গার কারণ অনুপ্রবেশ: মোদি ডিএ মামলার রায় এত প্রলম্বিত হচ্ছে কেন? আল আমীন মিশন পুনর্মিলন উৎসব ২০২৬ বিধানসভা ভোটের আগে তৃণমূলের উন্নয়নের পাঁচালী, চুঁচুড়ায় সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভার আগেই পোস্টার পড়ল, দাবি নতুন রেল স্টেশনের কালিয়াচক কলেজের উদ্যোগে ‘ফিট ইন্ডিয়া ম্যারাথন রেস’, রাজ্য ও ভিনরাজ্যের প্রতিযোগীদের অংশগ্রহণ ৮০ জনেরও বেশি বিশেষভাবে সক্ষম মানুষের অভিনয়ে ব্যতিক্রমী চলচ্চিত্র ওয়ান লিটল ফিঙ্গার কালিয়াচক বনি চাইল্ড মিশনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা: উচ্ছ্বাসে মাতলো ছাত্রছাত্রীরা টিটোয়েন্টি থেকেও ছিটকে গেলেন সুন্দর, বিশ্বকাপেও অনিশ্চিত ম্যাচ জিতলেও, হতাশ করলো বৈভবরা বিতর্কিত নাজমুল ইসলামকে বহিষ্কার করলো বিসিবি সপ্তগ্রামের কেষ্টপুরে ৫১৯ বছরের অভিনব মাছের মেলা, ভোর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট ভুল বিধানসভা কেন্দ্রের উল্লেখে এসআইআর নোটিশ ধূপগুড়ি রেলওয়ে স্টেশনে বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজের দাবিত অবস্থান বিক্ষোভ! খুদেদের উদ্যোগে অভিনব ফুড ফেস্টিভ্যাল, উৎসবে মাতলো তারঘেরা এস পি প্রাইমারি স্কুল জনতা উন্নয়ন পার্টির প্রতিবাদ কর্মসূচি, শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ হুমায়ুন কবিরের কান্দিতে সাম্প্রদায়িক সম্প্রীতি সভা ইমাম সংগঠনের উদ্যোগে ডেটা অ্যানালিসিস ও এআই বিষয়ক কর্মশালায় নতুন দক্ষতার আলোকপাত এসআইআর নোটিশ ঘিরে উত্তাল মাটিয়া, দিনভর টাকি রোড অবরোধ বয়স মাত্র দশ বছর কিন্তু সাফল্যের নিরিখে সে অনেক বড়দেরও অনুপ্রেরণা  সুন্দরবনের মৈপীঠে অবাধে ম্যানগ্রোভ নিধন চলছে, প্রশাসন নির্বিকার সমুদ্রের জলের স্তর মাপতে গঙ্গাসাগরে ব্যবহার হচ্ছে রিমোট অপারেটেড ভেহিকেল এসআইআর ঘিরে উত্তেজনা ভাঙড়ে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ এসআইআর প্রক্রিয়ার নামে হেনস্থার অভিযোগ মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে রেকর্ড জনসমাগম নলহাটি ২নং ব্লকে SIR তালিকায় ৩১ হাজার গরমিল আজ শুরু ছোটদের বিশ্বকাপ, প্রথম দিনেই মাঠে নামছে ভৈবরা ব্যর্থ বিরাট, ব্যর্থ ভারতও; কাজে এল না রাহুলের দুরন্ত সেঞ্চুরি শীর্ষে বিরাট, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ড্যারিল মিচেল ইন্দাসে আনুমানিক ৪০০ বছরের পুরানো শ্রী শ্রী বাঁকুড়া রায়ের কুড়চি মেলার শুভ উদ্বোধন ভাঙড়ে আইএসএফ-তৃণমূল সংঘর্ষ, আহত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী কালিয়াচক কলেজের উদ্যোগে ‘ফিট ইন্ডিয়া ম্যারাথন রান আরামবাগে পঞ্চদশ বর্ষের গ্রন্থমেলা ও নাট্যোৎসব ২০২৬ বেশ জমে উঠেছে শীতের রাতে ভরসা হাওড়া গ্রামীণ জেলা পুলিশ কর্মসংস্থান ও শিল্পে ব্যর্থতার অভিযোগ, পূর্ব বর্ধমানে তৃণমূলকে আক্রমণ অগ্নিমিত্রা পলের কালিয়াচকে শীতবস্ত্র বিতরণ: দুঃস্থদের পাশে সুজাপুরের আব্দুল হান্নান বিলুপ্তির পথে কালিয়াচকের শেরশাহি ও মোথাবাড়ির বাবলা এলাকার ঐতিহ্যবাহী তাত শিল্প ছবি এঁকে দিল্লিযাত্রা কৃতি ছাত্র ইমরানের পৌষের শেষে ফসল ঘরে, ধর্ম ও সংস্কৃতির মিলনে গ্রামবাংলায় মকর সংক্রান্তির উৎসব শেষ বলে ছক্কা হাঁকিয়ে নায়ক রাজা। হরমনপ্রীতের দুরন্ত ব্যাটিংয়ে উড়ে গেল দিল্লি ক্যাপিটালস আজ জিতলেই সিরিজ ভারতের, বেগ দিতে মরিয়া নিউজিল্যান্ডও বাংলাদেশের দাবিকে নস্যাৎ করলো আইসিসি বার্সার কাছে হেরে চাকরি হারালেন রিয়াল কোচ জাভি আলান্সো জগন্নাথ ধাম শুধুমাত্র পুরীতে দিঘায় নয়, দাবি পুরীর শঙ্করাচার্যের বিধানসভা নির্বাচনের প্রাক্ মুহুর্তে গেরুয়া শিবিরে ভাঙ্গন ধরালো ঘাসফুল শিবির খাদ্যের লোভে লোকালয়ে হাতির হানা, আতঙ্ক এলাকা জুড়ে চাঁচল সিদ্বেশ্বরী ইনস্টিটিউশনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার (চতুর্থ সেমেস্টার) প্রস্তুতি সভা বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগ দিল দশটি পরিবার মেলেনি লক্ষীর ভান্ডার, বার্ধক্য ভাতা, অবিবাহিত বৃদ্ধার নতুন ঘর বানিয়ে দিল আনসারী, সাগর, সুজনরা ভোটার তালিকায় সন্দেহভাজন ভোটার, নাম বাদ দেওয়ার দাবিতে চুঁচুড়ায় বিজেপির বিক্ষোভ চুঁচুড়ার একটি এসআইআর শুনানি কেন্দ্রে এসে ক্ষোভ উগরে দিলেন এক বৃদ্ধা সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা, তার আগেই শিল্প চাই বলে ব্যানার পড়ল “সৃজন” এর উদ্যোগে তিন দিনের নাট্য উৎসব ও সংস্কৃতিক প্রতিযোগিতা রক্তদান ও প্রতিবন্ধীদের কৃত্রিম অঙ্গ প্রতঙ্গ বিতরণ শিবির সুনীতা উদ্যোগে ইরানের সঙ্গে বৈঠকের তোড়জোর চলছে: ট্রাম্প পিঠ চুলকে বিপুল আয়, পেশার নাম ‘স্ক্র্যাচ থেরাপি’ ডিব্রুগড়ে চা জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্তির দাবি সন্তান লালন-পালনে করণীয় ও বর্জনীয়

রায়গঞ্জে আইন সচেতনতা কর্মসূচি: নাটক, বিশেষজ্ঞ বক্তৃতা ও আউটরিচ কার্যক্রমে জোর

প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, সকাল ৭:০২ | আপডেট: ২১ জানুয়ারী ২০২৬, সকাল ৭:০২

নতুন পয়গাম, এম নাজমুস সাহাদাত, রায়গঞ্জ: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ প্রধান আয়োজক হিসেবে সোমবার রায়গঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যালয়ে একটি আইন সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে ছাত্রছাত্রী ও কিশোর-কিশোরীদের মধ্যে আইনি অধিকার, সামাজিক বাস্তবতা এবং সমসাময়িক আইন ব্যবস্থার বিষয়গুলো তুলে ধরাই ছিল এর মূল লক্ষ্য। তৃণমূল স্তরে আইনের জ্ঞান বিস্তার ও নাগরিক আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। অনুষ্ঠানের প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সমন্বয়ক ড. ভূপাল ভট্টাচার্য। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ (DLSA), রায়গঞ্জ-এর সচিব কদম্বারী অধিকারী, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগের সচিব ড. দিগন্ত বিশ্বাস এবং রায়গঞ্জ থানার অফিসার-ইন-চার্জ বিশ্বাস রয় সরকার ছাড়াও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন:

এদিনের কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএল.এম. শিক্ষার্থীদের পরিবেশিত দুটি সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য নাটক। প্রথম নাটকটি শিশু পতিতাবৃত্তির বিষয় তুলে ধরে। এই নাটকের মাধ্যনে সমাজের নীরব অন্ধকার দিকের বাস্তবতা তুলে ধরতে নাটকের প্রতিটি দৃশ্য দর্শকদের ভাবিয়ে তোলে। দ্বিতীয় নাটকটির বিষয় ছিল সাইবার অপরাধ যেখানে অনলাইন প্রতারণা, পরিচয় চুরি, সাইবার বুলিং এবং ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঘটনাগুলো নাট্যরূপে উপস্থাপন করা হয়। চোখে আঙুল দিয়ে দেখানো হয়, ভার্চুয়াল জগতে অসাবধানতা কিভাবে ব্যক্তি ও সমাজের জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে। নাটক শেষে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের অভিনয় ও বিষয়বস্তুর প্রশংসা করেন। নাট্য পরিবেশনার পাশাপাশি আমন্ত্রিত অতিথিরা আইনি সচেতনতা বৃদ্ধিমূলক বক্তৃতা প্রদান করেন। এছাড়াও শিশু অধিকার, সাইবার নিরাপত্তা, নারীর প্রতি সহিংসতা, বিনামূল্যে আইন পরিষেবা প্রাপ্তি এবং জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের সচিব জানান, নির্দিষ্ট পরিস্থিতিতে সাধারণ নাগরিকরা কীভাবে আইনি সহায়তা পেতে পারেন, সে বিষয়ে এখনো অনেকের অজ্ঞতা রয়েছে। ফলে এই ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তৃতাগুলো শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। বিদ্যালয়ে কর্মসূচি সফলভাবে পরিচালনার ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সৌমিত্র তরফদারের তত্ত্বাবধান বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। এছাড়া কর্মসূচির সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন শ্রী আনন্দ সরকার, যার ঐকান্তিক প্রচেষ্টায় পুরো অনুষ্ঠানটি শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন হয়।

আরও পড়ুন:

এই আইন সচেতনতা কর্মসূচি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় এবং জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ (DLSA), রায়গঞ্জ ও বাপু এনজিও-র সক্রিয় সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়। এনজিও-র পক্ষে সমন্বয়ের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট পূজা ঝা। আয়োজক সংস্থা এবং সহযোগী সংগঠনের প্রতিনিধিরা জানান, আইন শিক্ষা শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এই শিক্ষার বহিঃপ্রকাশ জরুরি। সার্বিকভাবে, রায়গঞ্জে আয়োজিত এই কর্মসূচি আইন ও সমাজের পারস্পরিক সম্পর্ক বোঝাতে একটি সফল আউটরিচ মডেল হিসেবে চিহ্নিত হচ্ছে। আইন বিভাগ মনে করছে এ ধরনের উদ্যোগ নিয়মিত চালিয়ে গেলে ভবিষ্যৎ প্রজন্ম আরও সচেতন, দায়িত্বশীল ও অধিকার-সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে।

আরও পড়ুন:

 

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder