ভোটার তালিকা নিয়ে কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ, ইন্দাস বিডিও অফিস ঘেরাও
নতুন পয়গাম, তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া: বিজেপির ইশারায় নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে বৈধ ভোটারদের হয়রানি করছে এবং পরিকল্পনা করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে– এই অভিযোগকে সামনে রেখে সোমবার ইন্দাস বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে শামিল হলো তৃণমূল কংগ্রেস। বিক্ষোভে নেতৃত্ব দেন দলের ব্লক ও স্থানীয় নেতৃত্ব।তৃণমূল কংগ্রেসের দাবি, সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার এই প্রচেষ্টা আসলে গণতন্ত্রকে দুর্বল করার একটি গভীর ষড়যন্ত্র। বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতৃত্ব স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি একজনও প্রকৃত ও বৈধ ভোটারের নাম বেআইনিভাবে তালিকা থেকে বাদ পড়ে, তবে তার সম্পূর্ণ দায় বিজেপিকেই নিতে হবে। প্রয়োজনে জনগণই তার উপযুক্ত জবাব দেবে বলেও জানানো হয়।
ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ অভিযোগ করেন, বিজেপি প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে বিরোধী সমর্থক ভোটারদের নাম ছাঁটাই করার চেষ্টা চালাচ্ছে। তাঁর বক্তব্য, ভোটার তালিকার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে দল প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। অন্যদিকে, তৃণমূলের তোলা সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিজেপি। বিজেপি নেতৃত্বের দাবি, নির্বাচন কমিশনের স্বাভাবিক ও আইনসিদ্ধ কাজকে ব্যাহত করতেই তৃণমূল ভিত্তিহীন অভিযোগ তুলে রাজনৈতিক উদ্দেশ্যসাধনে নেমেছে। তাঁদের অভিযোগ, তৃণমূল পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইন্দাস ব্লক জুড়ে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে আগামী দিনে পরিস্থিতি আরও জটিল ও সংঘর্ষপূর্ণ হয়ে উঠতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।








