ইসলামপুরে পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল নির্মাণের দাবিতে বাংলা পক্ষের স্মারকলিপি
নতুন পয়গাম, মালদা: মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ইসলামপুর অঞ্চলে একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল নির্মাণের দাবিতে মালদা বাংলা পক্ষের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য কর্মাধ্যক্ষা কবিতা মণ্ডলের হাতে এই স্মারকলিপি তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা। বাংলা পক্ষের তরফে জানানো হয়, ইসলামপুর ও সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় বিপুল সংখ্যক মানুষের বসবাস থাকলেও সেখানে উন্নত চিকিৎসা পরিকাঠামো দীর্ঘদিন ধরেই অনুপস্থিত। জরুরি চিকিৎসা পরিষেবা, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, সাপে কাটা রোগীর জন্য অ্যান্টি-ভেনম-সহ প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পেতে সাধারণ মানুষকে বহু দূরবর্তী হাসপাতালে যেতে বাধ্য হতে হয়। ফলে সময়মতো চিকিৎসা না পেয়ে অনেক ক্ষেত্রে রোগীদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে।
এই পরিস্থিতির কথা তুলে ধরে সংগঠনের পক্ষ থেকে ইসলামপুর অঞ্চলে দ্রুত একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল স্থাপনের জোরালো দাবি জানানো হয়। এদিনের কর্মসূচিতে মালদা বাংলা পক্ষের দপ্তর সম্পাদক শুভ্রজ্যোতি দত্ত, সহ-সম্পাদক আশরাফুল হক, মিরাজ আনসারী, শরিফুল ইসলাম, সামায়ুন হক ও মুনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। তাঁরা স্বাস্থ্য কর্মাধ্যক্ষার কাছে এলাকার মানুষের সমস্যার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন এবং অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানান। স্বাস্থ্য কর্মাধ্যক্ষা কবিতা মণ্ডল স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে বাংলা পক্ষ সূত্রে জানানো হয়েছে।








