নতুন পয়গাম, মালদা, ২০ জানুয়ারি: রাজ্যের জনশিক্ষা অধিকর্তা দপ্তর (ডিপিআই), পশ্চিমবঙ্গ সরকারের পৃষ্ঠপোষকতায় ‘ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৬’-এর জেলা স্তরের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা সোমবার মালদায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো। ১৯ থেকে ২১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলা এই প্রতিযোগিতার আয়োজক কালিয়াচক কলেজ, সুলতানগঞ্জ, মালদা। মোজামপুর ফুটবল মাঠে সকালে ডিপিআই-এর পতাকা এবং জেলার ১১টি কলেজের পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। অংশগ্রহণকারী ১১টি কলেজের অধ্যক্ষ বা প্রতিনিধিরা নিজ নিজ কলেজের পতাকা উত্তোলন করেন। ডিপিআই-এর পতাকা উত্তোলন করেন অবজারভার ড. মোহাম্মদ আলাউদ্দিন শেখ এবং আয়োজক কলেজের অধ্যক্ষ ড. নজিবর রহমান। উদ্বোধনী পর্বে কালিয়াচক কলেজের এনসিসি টিমের নেতৃত্বে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের নিয়ে শৃঙ্খলাবদ্ধ মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। এরপর কালিয়াচক কলেজের ছাত্রী সিউটি মণ্ডলের নেতৃত্বে ক্রীড়াবিদদের শপথগ্রহণ পর্ব সম্পন্ন হয়। আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার সূচনা ঘোষণা করেন আয়োজক কলেজের অধ্যক্ষ ড. নজিবর রহমান। উদ্বোধনী বক্তব্যে ড. নজিবর রহমান বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত মনোভাব গড়ে তোলে, যা একজন দায়িত্বশীল নাগরিক হওয়ার ভিত্তি।” তিনি আরও বলেন, “এই ধরনের প্রতিযোগিতা যুবসমাজকে ইতিবাচক লক্ষ্যের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।”
আরও পড়ুন:
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াচক কলেজের পরিচালন সমিতির সদস্য অধ্যাপক অচিন্ত্য ব্যানার্জি ও সামিজুদ্দিন আহমেদ, এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. সাদিক আলী। প্রধান অতিথির ভাষণে অধ্যাপক অচিন্ত্য ব্যানার্জি বলেন, কালিয়াচক কলেজ শিক্ষার পাশাপাশি শরীরচর্চার ক্ষেত্রেও উত্তরবঙ্গকে পথ দেখাচ্ছে। তিনি উল্লেখ করেন, সমগ্র উত্তরবঙ্গের মধ্যে প্রধানমন্ত্রী কলেজ স্কিমের আওতাভুক্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কেন্দ্রীয় সরকারের সংস্থা ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল (নাক)-এর মূল্যায়নে একমাত্র ‘এ’ গ্রেড কলেজের স্বীকৃতি পেয়ে কালিয়াচক কলেজ মালদা জেলা, গৌড়বঙ্গ তথা উত্তরবঙ্গের মুখ উজ্জ্বল করেছে। এই প্রতিযোগিতা উপলক্ষে কালিয়াচক কলেজের উদ্যোগে একটি স্মরণিকাও প্রকাশ করা হয়। প্রতিযোগিতার প্রথম দিনে বালক ও বালিকা বিভাগে ট্র্যাক ইভেন্টে ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌড় এবং ফিল্ড ইভেন্টে হাই জাম্প, লং জাম্প, ডিসকাস থ্রো ও জ্যাভলিন থ্রো অনুষ্ঠিত হয়। দিনশেষে অ্যাথলেটিক্স বিভাগে কালিয়াচক কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মানিকচক কলেজ দ্বিতীয় এবং মালদা কলেজ তৃতীয় স্থান অধিকার করে।








