এসআইআর আতঙ্কে আবারও প্রাণহানি, রামপুরহাটে আত্মঘাতী যুবক
নতুন পয়গাম, খান সাহিল মাজহার, বীরভূম: এসআইআর সংক্রান্ত অনিশ্চয়তা ও আতঙ্কের জেরে ফের এক যুবকের মৃত্যুর ঘটনা সামনে এল রামপুরহাটে। রামপুরহাট পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জনি শেখ (৩৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন বলে জানা গেছে। রবিবার রাতে ভাড়াবাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আগে জনি শেখ ১৪ নম্বর ওয়ার্ডের রেলের জমিতে বসবাস করতেন। পরে রেল কর্তৃপক্ষ বস্তি উচ্ছেদ অভিযান চালালে তিনি পরিবার নিয়ে ভাড়াবাড়িতে থাকতে বাধ্য হন। অভিযোগ, এসআইআর সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দীর্ঘদিন ধরেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বারবার নাম উঠা-নামা, কাগজের জটিলতা এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা তাঁকে গভীর দুশ্চিন্তায় ফেলে দেয়।
জানা গেছে, রামপুরহাট পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে মোট ১৭৩ জন ভোটারের নাম এসআইআর সংক্রান্ত হেয়ারিং তালিকায় উঠে এসেছে। আগামী ২১ জানুয়ারি সেই হেয়ারিং হওয়ার কথা ছিল। ওই হেয়ারিংকে ঘিরে জনি শেখের উদ্বেগ আরও বেড়ে যায়। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের কাছে তিনি নাকি একাধিকবার নিজের অসহায়তার কথা প্রকাশ করেছিলেন।
রবিবার রাতে ভাড়াবাড়ির একটি ঘর থেকে জনি শেখের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রামপুরহাট থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা এসআইআর সংক্রান্ত জটিলতা ও আতঙ্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধে দ্রুত প্রশাসনিক উদ্যোগের দাবি তুলেছেন।








