বাংলাদেশকে ‘ডেডলাইন’ আইসিসির
নতুন পয়গাম: আগামীকালের মধ্যে নিজেদের চুড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য সময়সীমা বেঁধে দিল আইসিসি। মুস্তাফিজুর ইস্যুকে সামনে রেখে ভারতে বিশ্বকাপ না খেলার দাবি পেশ করেছিল বিসিবি। তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় না দিলে টি-২০ বিশ্বকাপ বয়কটের হুমকি পর্যন্ত দেয়। কিন্তু সেই দাবি ইতিমধ্যে খারিজ করে দিয়েছে আইসিসি। এবার তাদের বোর্ডকে আরও কড়া বার্তা দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। সূত্রের খবর, ভারতে বিশ্বকাপ খেলবে কি না, তা ২১ জানুয়ারির মধ্যে জানাতে হবে বাংলাদেশকে। এমনই চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। তা না হলে অন্য দেশকে বিশ্বকাপে সুযোগ দেওয়া হবে। তখন মাঠের বাইরে বসে খেলা দেখা ছাড়া উপায় থাকবে না পদ্মাপাড়ের দেশটির। এখন দেখার, ভারতে না খেলার সিদ্ধান্তে তারা অটল থাকে,নাকি মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন ‘নতুন বাংলাদেশের’ টাইগাররা ভারতে আসে! তবে যা অবস্থা, তাতে বাংলাদেশ ভারতে আসবে বলে মনে হয় না।








