‘দিল্লির জল্লাদদের কাছে মাথা নত নয়’ সিঙ্গুরের জবাব চোপড়া থেকে দিলেন অভিষেক
নতুন পয়গাম, চোপড়া: ‘দিল্লির জল্লাদদের কাছে মাথা নত করব না’, মোদীর ‘পাল্টানো দরকার’ — নদিয়ার জনসভা থেকে এভাবেই নতুন স্লোগান তুলে সিঙ্গুরে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার হুগলির সিঙ্গুরের সভা থেকে রাজ্যে রাজনৈতিক পালাবদলের ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর স্লোগান ছিল, ‘‘পালটানো দরকার, চাই বিজেপি সরকার’’। আর এদিন বিকেলেই নদিয়ার রোড শো থেকে মোদিকে পাল্টা জবাব দিলেন অভিষেক। প্রধানমন্ত্রীর মন্তব্যের পাল্টা দিয়ে অভিষেকের তোপ, মোদী আসলে বাংলার মানুষকে ‘শাস্তি’ দিয়ে বশ্যতা স্বীকার করাতে চাইছেন। কিন্তু বাংলা দিল্লির ‘জল্লাদ’ বা গুজরাটের ‘জমিদারদের’ কাছে মাথা নত করবে না।
নদিয়ায় জনসংযোগ যাত্রায় অভিষেক প্রধানমন্ত্রীর ‘পাল্টানো’র তত্ত্বকে আক্রমণ করে বলেন, “বাংলার মানুষ পাল্টায়নি মোদীজি। তাই আপনি বাংলার মানুষকে শাস্তি দিয়ে পাল্টাতে চাইছেন। ১০০ দিনের কাজ, জল, মাথার ছাদ সব আটকে দিয়ে, এসআইআর-এর নামে ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষকে শিক্ষা দিয়ে পাল্টাতে চান। আপনি চান যাতে বাংলা বশ্যতা স্বীকার করুক। কিন্তু বাংলার মানুষ পাল্টাবে না। আপনাদের পাল্টানো দরকার।”
বিজেপির রাজনৈতিক অবস্থান বদল নিয়েও এদিন তীব্র কটাক্ষ করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। তাঁর দাবি, পরিবর্তন বাংলার মানুষের দরকার নেই, বরং পরিবর্তন হয়েছে বিজেপিরই। অভিষেক বলেন, “আমিও বলছি পরিবর্তন দরকার। কিন্তু পরিবর্তন হবে আপনাদের। যারা আগে ‘জয় শ্রীরাম’ বলে সভা শুরু করত, এখন ‘জয় মা কালী’, ‘জয় মা দুর্গা’ বলে সভা শুরু করে। পাল্টেছেন তো আপনারাই।”
পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সুর চড়িয়ে অভিষেকের হুঁশিয়ারি, বাংলা ঈশ্বর বা আল্লাহর কাছে মাথা নত করে, কিন্তু দিল্লি বা গুজরাটের প্রভুদের কাছে নয়। তাঁর কথায়, “আমরা বহিরাগতদের সামনে মাথা নত করব না। দিল্লির জল্লাদদের কাছে নয়। পাল্টালে বিজেপির নেতারা পাল্টাবে, গুজরাটের জমিদাররা পাল্টাবে। আমরা পাল্টাব না।” আগামী দিনে দিল্লির গদি চূর্ণ-বিচূর্ণ করে বিজেপির ঔদ্ধত্য ও অহঙ্কার ভাঙার ডাকও দেন তিনি।








