আল আমীন মিশন পুনর্মিলন উৎসব ২০২৬
নতুন পয়গাম: শনিবার ১৭ই জানুয়ারি ২০২৬ সূচনা হয় আল আমীন মিশন পুনর্মিলন উৎসবের । এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিবি সেলিম আইএএস, ডঃ বুশরা বানু আইপিএস, জায়েদ আক্তার রিটায়ার্ড আইএএস, প্রাক্তন বিচারপতি ফিরোজা খাতুন, আহাসানুল করিম হাওড়া জেলা বিদ্যালয় পরিদর্শক সহ অন্যান্য গুণীজনেরা। আল আমীন মিশনের পুনর্মিলন উৎসব শুধু একটি আনন্দঘন অনুষ্ঠানই নয়, এটি অতীত, বর্তমান ও ভবিষ্যতের এক মহামিলন।
উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে প্রথমেই শিক্ষার্থীদের শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই সাফল্যের একমাত্র মানদণ্ড নয়; বরং একজন ভালো মানুষ হওয়াই প্রকৃত সাফল্য। মিশনের শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য যে নৈতিকতা ও মানবসেবার মাধ্যমে আদর্শ মানুষ গড়ে তোলা—এ কথাও তাঁরা গভীরভাবে স্মরণ করিয়ে দেন।
অনেক অতিথি তাঁদের নিজের জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প শোনান। এসব বাস্তব অভিজ্ঞতা ছাত্রছাত্রীদের মনে আত্মবিশ্বাস জাগায় এবং শেখায় যে কঠোর পরিশ্রম, ধৈর্য ও অধ্যবসায় থাকলে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব। তাঁরা শিক্ষার্থীদের ভয় না পেয়ে স্বপ্ন দেখতে ও সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করার আহ্বান জানান।
অতিথিরা আরও বলেন, বর্তমান যুগ জ্ঞান ও প্রযুক্তির যুগ। তাই পাঠ্যবইয়ের পাশাপাশি আধুনিক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানো অত্যন্ত জরুরি। তবে এর সঙ্গে সঙ্গে দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা ও নৈতিকতার চর্চা বজায় রাখার উপরও তাঁরা বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সবশেষে অতিথিরা ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, মিশনের গৌরবময় ঐতিহ্য যেন তারা ধারণ করে এবং ভবিষ্যতে নিজেদের কর্ম ও আচরণের মাধ্যমে সেই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তোলে। তাঁদের অনুপ্রেরণামূলক বার্তা শিক্ষার্থীদের মনে নতুন আশার আলো জ্বালায় এবং জীবনের পথে এগিয়ে চলার শক্তি জোগায়।








