ট্রাম্প কালপ্রিট: খামেনেয়ি
নতুন পয়গাম: ইরানের বিক্ষোভকারীদের সমর্থনের জন্য শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘কালপ্রিট’ বা ‘অপরাধী’ বলে অভিহিত করেন। একইসঙ্গে ইরানে বহু সংখ্যক মানুষের মৃত্যুর জন্য তিনি বিক্ষোভকারীদের পিছনে আমেরিকার মদত এবং উসকানিকেই দায়ী করেছেন। ইরানের সরকারি টেলিভিশনে সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেয়ি বলেন, গোটা বিদ্রোহের ঘটনায় খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাষ্ট্রদ্রোহীদের মদত, উসকানি ও ইন্ধন দিয়ে চলেছেন। আসলে, আমেরিকা রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে ইরানের উপর তাদের প্রভুত্ব প্রতিষ্ঠা করতে চায়।
খামেনেয়ি আরও বলেন, সমগ্র বিদ্রোহে ক্ষয়ক্ষতি এবং ইরানের বিরুদ্ধে দোষারোপ করার জন্য আমরা মার্কিন প্রেসিডেন্টকেই কালপ্রিট বা অপরাধী বলে মনে করছি। বিক্ষোভকারীদের মার্কিন যুক্তরাষ্ট্রের পদাতিক সৈন্য বলে উল্লেখ করেন খামেনেয়ি । তারাই মসজিদ এবং শিক্ষাঙ্গনগুলিকে ধ্বংস করছে।
যদিও এখন বিক্ষোভ কিছুটা কমেছে। ট্রাম্প বলেছেন, প্রাক্তন যুবরাজ রেজা পাহলভি ভাল মানুষ হলেও ইরানবাসী তাকে মেনে নেবে না। ট্রাম্প এও বলেছেন, ইরানে দমন-পীড়ন কমে গেছে। ইরান সরকার বিদ্রোহীদের ফাঁসি দেবে না বলে জানিয়েছে। অর্থাৎ ট্রাম্পের এসব বয়ানের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, ইরানের ব্যাপারে মধ্যপন্থী নীতি নিয়ে চলছে আমেরিকা। কারণ, ট্রাম্পের সামরিক হামলার হুমকির পাল্টা ইরানও বলেছিল, তাদের দেশে হামলা হলে সমধ্য মধ্যপ্রাচ্য জ্বলবে এবং ইসরাইলকে খতম করে দেওয়া হবে। এরপরই সুর নরম করেন ট্রাম্প।








