ডব্লুপিএল: ৫ ম্যাচে ৫ জয়, প্লে অপে বেঙ্গালুরু
নতুন পয়গাম: দলগত সংহতির চুড়ান্ত নমুনা পেশ করে ডব্লুপিএলের পরের রাউন্ডে প্রবেশ করলো বিরাট কোহলিদের ফিমেল ভার্সন। এখনও লিগে তারা অপরাজিত। এবং তারা যে নির্দিষ্ট কারো উপরে ভরসা করে জিতছে না তার প্রমান হল- নাদিন ডি ক্লার্ক প্রথম ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। গ্রেস হ্যারিস দ্বিতীয় ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন।তৃতীয় ম্যাচে রাধা যাদব।পরের ম্যাচে স্মৃতি মান্ধানা।এবং সর্বশেষ ম্যাচ সেরার পুরস্কার জিতেছে। গৌতমী নায়েক। সুতরাং আরসিবির দাপট যে স্পষ্ট, তা বোঝাই যাচ্ছে।
আরও পড়ুন








