রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ মেহতাব, বিএসএলে দল তুললো সুন্দরবন
নিজস্ব সংবাদদাতা: মাস্ট উইন ম্যাচে মুখোমুখি হয়েছিল সুন্দরবন অটো এফসি বনাম নর্থ ২৪ পরগনা। কিন্তু সেখানে রেফারির একাধিক সিদ্ধান্তে অখুশি হয়ে দল তুলে নেন মেহতাব হোসেন। নক-আউটে যাওয়ার প্রশ্নে এই ম্যাচের গুরুত্ব ছিল অপরিসীম। প্রথমার্ধে ম্যাচের ৩৯ মিনিটে সুন্দরবন ফ্র্যাঞ্চাইজির সুলেমানকে লাল কার্ড দেখান রেফারি। লাল কার্ড দেখানোর সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন কোচ মেহতাব হোসেন। দশ জনে খেলে একটা সময় ০-২ গোলে পিছিয়ে পড়ে তারা। এরপর ইনজুরি টাইমে গোলরক্ষক সুব্রত সাঁতরাকেও লাল কার্ড দেখানো হলে দল তুলে নেয় সুন্দরবনের টিম ম্যানেজমেন্ট। ম্যাচ কমিশনারের সিদ্ধান্তে তিন পয়েন্ট পায় উত্তর ২৪ পরগনা। দ্বিতীয়ার্ধে জোমুয়ানসাঙ্গার গোলে এগিয়ে যায় লালকমল ভৌমিকের উত্তর ২৪ পরগনা। এরপর সুন্দরবন চাপ বাড়ালেও গোল হয়নি। এই পর্বে প্রথমে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েও পরে তা বাতিল করেন রেফারি দীপু রায়। তা নিয়ে শুরু তীব্র বিতর্ক। এরপর সংযোজিত সময়ে জাল কাঁপিয়ে উত্তর ২৪ পরগনার জয় কার্যত নিশ্চিত করে ফেলেন কুন্তল পাখিরা। এই পর্বে লাল কার্ড দেখানো হয় সুন্দরবন গোলরক্ষক সুব্রতকে। এরই প্রতিবাদে তাদের দল তুলে নেওয়ার সিদ্ধান্ত। কোচ মেহতাব হোসেনের মন্তব্য, ‘রেফারির কাছেই হারতে হল। কী হয়েছে, সবার কাছে পরিষ্কার। আমরা টুর্নামেন্টে আদৌ আর খেলব কী না ভাবতে হবে।’ এদিনের জয়ের পর চতুর্থ স্থানে উঠে এল লালকমলের দল। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। অন্যদিকে, ১২ ম্যাচে মেহতাব ব্রিগেডের সংগ্রহ ২০ পয়েন্ট। লিগ টেবিলে তৃতীয় স্থানে তারা। এখন দেখার বিএসএল কতৃপক্ষ সুন্দরবন ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে কি পদক্ষেপ নেন!








