বয়সভিত্তিক লিগে জয় মোহনবাগানের দুই টিমের,পয়েন্ট নষ্ট লাল হলুদের ছোটদের
নতুন পয়গাম, এম.রহমান, কলকাতা: রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে জয় পেল মোহনবাগান। শুক্রবার নৈহাটিতে আইএফএ’র ফিউচার চ্যাম্পসকে ১-০ গোলে পরাস্ত করে সবুজ-মেরুন ব্রিগেড। একমাত্র গোলটি করেন রোহিত সিং। প্রতিপক্ষ গোলরক্ষক নিশান্ত টোপ্পো বেশ কিছু নিশ্চিত গোল না বাঁচালে ব্যবধান আরও বাড়ত। তা ছাড়া অনভিজ্ঞতাও ফ্যাক্টর।এছাড়া অনূর্ধ্ব-১৬ লিগেও জয় পেল সবুজ মেরুন ব্রিগেড।ছোটদের ডার্বিতে মহমেডান স্পোর্টিংকে ২-০ গোলে হারায় মোহনবাগান। দুই গোলদাতা রাজদীপ ও স্যামুয়েল। ডার্বিতে একতরফা আধিপত্য দেখায় মোহন বাগানের জুনিয়ররা। এদিকে, মোহন বাগান জিতলেও ধাক্কা খেল ইস্ট বেঙ্গল। এদিন ডেভেলপমেন্ট লিগে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ০-১ গোলে পরাস্ত হয় তারা। গোল নষ্টের প্রদর্শনীতে বিরক্ত লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। উল্টে দ্বিতীয়ার্ধের শেষদিকে দুরন্ত প্রতি-আক্রমণ থেকে জাল কাঁপান ইউনাইটেডের সৌম্যজিৎ তরফদার। আর অনূর্ধ্ব ১৬ লিগে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমির বিরুদ্ধে ০-০ ড্র করে ইস্টবেঙ্গল পয়েন্ট খোয়ালো।








