বিধানসভা ভোটের আগে তৃণমূলের উন্নয়নের পাঁচালী, চুঁচুড়ায়
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ বিধানসভা ভোটের আগেই রাজনৈতিক দলগুলির বেশ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে ভোটকে সামনে রেখে সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি ‘উন্নয়নের পাঁচালী’ অনুষ্ঠিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজ এই কর্মসূচি পালিত হলো হুগলি চুঁচুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের পৌর সদস্য তথা পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারীর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি, পৌর সদস্য ঝন্টু বিশ্বাস এবং হুগলি চুঁচুড়া শহর আইএনটিটিইউসি-র সভাপতি বিনোদ হরিজন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। কর্মসূচি প্রসঙ্গে শহর তৃণমূল সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়নমূলক কাজ হয়েছে, তা মানুষের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ। সাধারণ মানুষের পাশে থেকেই তৃণমূল কংগ্রেস কাজ করে চলেছে এবং আগামী দিনেও উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। অন্যদিকে, সিআইসি জয়দেব অধিকারী জানান, ১৩ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য পরিকাঠামো সহ একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে। ‘উন্নয়নের পাঁচালী’ কর্মসূচির মাধ্যমে সেই কাজগুলির বিবরণ সাধারণ মানুষের সামনে তুলে ধরা হচ্ছে, যাতে মানুষ বাস্তব উন্নয়নের চিত্র জানতে পারেন।








