নলহাটি ২নং ব্লকে SIR তালিকায় ৩১ হাজার গরমিল
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম, নলহাটি: নলহাটি ২ নং ব্লক এলাকায় মোট ভোটারের সংখ্যা প্রায় এক লক্ষ পাঁচ হাজার। তার মধ্যে একযোগে প্রায় ৩১ হাজার ভোটারের নাম সংক্রান্ত গরমিল ধরা পড়ায় ভোটার তালিকা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই গরমিলের কারণেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এস আই আর) প্রক্রিয়ায় নাম সংশোধনের জন্য নোটিস দিয়ে ভোটারদের ডাকার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তবে নথি যাচাইয়ের শুরুতেই প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে উঠছে প্রশ্ন। বুধবারের দিন নথি যাচাইয়ের জন্য লোহাপুর এম আর এম হাই স্কুল মাঠে ব্লক প্রশাসনের উদ্যোগে ২০টি কাউন্টার খোলা হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা যাচাই পর্বে প্রতি কাউন্টারে গড়ে মাত্র ১০ জন করে ভোটারের নথি যাচাই করা সম্ভব হয়েছে। অর্থাৎ পাঁচ ঘণ্টায় মোট যাচাই হয়েছে মাত্র কয়েকশো আবেদন। অন্যদিকে প্রশাসনের নির্দেশে প্রতি কাউন্টারে ১০০ জন করে ভোটার এলাকার বিভিন্ন গ্রাম থেকে ডেকে আনা হয়। ফলে অভিযোগ উঠছে, শিশু থেকে শুরু করে বয়স্ক নাগরিকরাও দীর্ঘক্ষণ অপেক্ষা করে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
নথি যাচাইয়ের এই ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তাঁদের অভিযোগ, নোটিস দিয়ে ডাকা হলেও কাজের গতি এতটাই ধীর যে সাধারণ মানুষকে দিনের পর দিন সংসারের কাজ ও রোজগার ফেলে এসে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তবুও নিশ্চিত পরিষেবা মিলছে না।এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ২০টি কাউন্টার খোলা থাকা সত্ত্বেও কেন পর্যাপ্ত জনবল ও কাজের গতি নিশ্চিত করা গেল না। বর্তমানে যে গতিতে এস আই আর প্রক্রিয়া চলছে। তাতে ভোটার তালিকা আদৌ নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত হবে কি না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।ভোটার তালিকার মতো গণতন্ত্রের সঙ্গে সরাসরি যুক্ত ও অত্যন্ত সংবেদনশীল একটি প্রক্রিয়ায় এমন ধীরগতি ও ভোগান্তি প্রশাসনিক ব্যবস্থাপনার উপর বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে। নলহাটি ২ নং ব্লকে এস আই আর নথি যাচাইয়ের এই চিত্র সাধারণ মানুষের ভোটাধিকার সুরক্ষায় প্রশাসন কতটা প্রস্তুত। সেদিকেই তাকিয়ে এলাকার মানুষ জন। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে সার্ভারে ত্রুটির জন্য এমন সমস্যা দেখা দিচ্ছে। দ্রুত সমাধান হওয়ার আশ্বাস দিয়েছেন।








