পৌষের শেষে ফসল ঘরে, ধর্ম ও সংস্কৃতির মিলনে গ্রামবাংলায় মকর সংক্রান্তির উৎসব
নতুন পয়গাম, এবাদত ইসলাম, পূর্ব বর্ধমান: আনন্দ উচ্ছ্বাসে গ্রামবাংলায় পালিত হল মকর সংক্রান্তি পৌষ মাসের শেষ দিনে মকর সংক্রান্তি উপলক্ষে গ্রামবাংলা জুড়ে দেখা গেল উৎসবের আবহ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই গ্রাম্য এলাকায় আনন্দ উৎসবে মেতে ওঠেন মানুষজন। বিশেষ করে ধান চাষ অধ্যুষিত এলাকাগুলিতে এই উৎসবের রেশ ছিল চোখে পড়ার মতো। জানা যায়, গ্রামীণ অর্থনীতির বড় অংশ জুড়ে রয়েছে ধান চাষ। পৌষ মাসে সোনালী ধান খামারে ওঠে। ধান রোপণ থেকে শুরু করে পরিচর্যা করার পর, ধান কাটা ও ঝাড়াই মূলত এই মাসের মধ্যেই সম্পন্ন হয়। ফলে দীর্ঘ পরিশ্রমের শেষে ঘরে ফসল ওঠার আনন্দে কৃষিজীবী মানুষজন মকর সংক্রান্তিকে ঘিরে উৎসবে মেতে ওঠেন। সংক্রান্তির পরদিনই অর্থাৎ ১ লা মাঘ বিভিন্ন এলাকায় বসে মাঘিমেলা। গ্রামেগঞ্জে এই মেলা ঘিরে থাকে বিশেষ উন্মাদনা।
পূর্ব বর্ধমান জেলা জুড়েও এদিন মকর সংক্রান্তি পালিত হয় ধর্মীয় ও সাংস্কৃতিক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে। ভোর থেকেই বিভিন্ন এলাকায় শুরু হয় টুসু গান। সাত সকালেই মানুষজন স্থানীয় পুকুর, নদী বা জলাশয়ে স্নান সেরে মকর সংক্রান্তির পূণ্যতিথি উদযাপন করেন। এদিন বর্ধমানের দামোদর নদের পলিমপুর- সদরঘাট এলাকায় মকর সংক্রান্তি উপলক্ষে স্নান করতে ভিড় জমান অসংখ্য মানুষ। ধর্মীয় বিশ্বাস ও উৎসবের আনন্দ মিলিয়ে গোটা এলাকা হয়ে ওঠে উৎসবমুখর। গ্রামবাংলার ঐতিহ্য, কৃষিকেন্দ্রিক জীবনযাপন ও লোকসংস্কৃতির সঙ্গে মিশে থাকা মকর সংক্রান্তি আবারও প্রমাণ করল– এই উৎসব শুধু ধর্মীয় নয়, কৃষকের পরিশ্রম আর আনন্দেরও প্রতীক।








