শেষ বলে ছক্কা হাঁকিয়ে নায়ক রাজা।
নতুন পয়গাম ডেস্ক: সাউফ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে ডারবান সুপার জায়ান্ট বনাম পার্ল রয়্যাল ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে নায়ক বনে গেলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। রয়্যালের জেতার জন্য শেষ বলে দরকার ছিল ২ রান। কিন্তু নার্ভ ধরে শেষ বলে ডেভিড ওয়াইজকে মাঠের বাইরে ফেলেন এই অলরাউন্ডার। ফলে ম্যাচ জিতে সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে পার্ল রয়্যাল দু নম্বরে উঠে এল।
আরও পড়ুন








