বাংলাদেশের দাবিকে নস্যাৎ করলো আইসিসি
স্টাফ রিপোর্টার, নতুন পয়গাম: আবারও আইসিসির কাছে মুখ পুড়লো বাংলাদেশের। ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে সে দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।এবার তার বক্তব্যকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে বিবৃতি দিল আইসিসি। নজরুল বলেছিলেন, ‘ভারতের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের সংশয়কে মান্যতা দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।’ এরপরই পাল্টা বিবৃতিতে আইসিসি জানায়, ‘ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার যে দাবি ওরা জানিয়েছে, তা নিয়ে বিসিবি’র সঙ্গে আমরা আলোচনা করব। তবে নিরাপত্তা নিয়ে আসিফ নজরুল যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা।’ উল্লেখ্য, নিরাপত্তাহীনতার ছেঁদো যুক্তিতে ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে নারাজ বাংলাদেশ। শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর সেই দাবি সম্ভবত মানবে না আইসিসি। গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ রয়েছে কলকাতা ও মুম্বইয়ে। বড়জোর সেখান থেকে সরিয়ে চেন্নাই ও তিরুবনন্তপুরমে ম্যাচ করার কথা ভাবতে পারে আইসিসি।এখন দেখার আদতে কি হয়!








