চুঁচুড়ার একটি এসআইআর শুনানি কেন্দ্রে এসে ক্ষোভ উগরে দিলেন এক বৃদ্ধা
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলি: চুঁচুড়ার একটি এসআইআর শুনানি কেন্দ্রে এসে ক্ষোভ উগরে দিলেন এক বৃদ্ধা। নির্বাচন কমিশনের আশ্বাস ছিল– প্রবীণ ও গুরুতর অসুস্থদের বাড়িতেই শুনানি হবে। অথচ বাস্তবে চুঁচুড়া বিধানসভার জীবন পালের বাগানের শুনানি কেন্দ্রে প্রতিদিনই প্রবীণদের হয়রানির ছবি সামনে আসছে। হুইলচেয়ার কিংবা ক্রাচ ভরসা করে, এমনকি ব্রেন স্ট্রোকের রোগীকেও কেন্দ্রে আসতে বাধ্য করা হচ্ছে। হুগলি– চুঁচুড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নব্বই বছরের প্রশান্ত কুমার মিত্র ও তাঁর ৭৭ বছরের স্ত্রী শিখা মিত্রকেও শুনানিতে হাজির হতে হয়েছে। শারীরিক অসুস্থতার মাঝেই শিখা মিত্রের প্রশ্ন– “আমরা কি অন্য দেশ থেকে এসেছি? সাত পুরুষ এখানে বাস, এতদিন নির্বিঘ্নে ভোট দিয়েছি। এখন কেন এই হয়রানি? টোটো ভাড়া ছ’শো টাকা কোথা থেকে দেব?”
আরও পড়ুন








