মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি শিবির ২০২৬
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম: এস আই ও রঘুনাথগঞ্জ ব্লকের উদ্যোগে মাধ্যমিক ও সমতুল পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ পরীক্ষা প্রস্তুতি শিবিরের আয়োজন করা হয় রঘুনাথগঞ্জের আইসিআর হাই মাদ্রাসা প্রাঙ্গণে। আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৬ কে সামনে রেখে শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি জোরদার করা, পরীক্ষাভীতি দূর করা এবং সঠিক দিশা দেখানোর লক্ষ্যেই এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত প্রশিক্ষকরা শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা, প্রশ্নপত্র বুঝে উত্তর লেখার কৌশল, গুরুত্বপূর্ণ অধ্যায় চিহ্নিতকরণ এবং আত্মবিশ্বাস বজায় রাখার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনা দেন ওয়াসিকুল ইসলাম, আশরাফুল সেখ, মহ. মোসারফ হোসেনসহ অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী।
তাঁদের বক্তব্যে শিক্ষার্থীরা বিশেষভাবে উৎসাহিত হয় এবং বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া পরামর্শ পেয়ে উপকৃত হয়। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি আহমদ আলী, সম্পাদকমণ্ডলীর সদস্য মহ. জসিম, রঘুনাথগঞ্জ ব্লক সম্পাদক মিনারুল সেখসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ। তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন। এই শিবিরে আইসিআর হাই মাদ্রাসা, পন্ডিতপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, কাটাখালি উচ্চ বিদ্যালয় ও রোশনারা উচ্চ বিদ্যালয় থেকে প্রায় ২০০ জন মাধ্যমিক ও সমতুল পরীক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা এমন উদ্যোগকে স্বাগত জানায় এবং ভবিষ্যতেও এ ধরনের প্রস্তুতি শিবিরের আয়োজনের দাবি জানায়। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন এবং পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এ ধরনের কর্মসূচি আগামীতেও ধারাবাহিকভাবে চালু থাকবে।








