ভারত-নিউজিল্যান্ড ম্যাচে ‘বাংলাদেশ’ যোগ, আবার বিতর্ক
স্টাফ রিপোর্টার, নতুন পয়গাম: রবিবার বরোদায় প্রথম একদিনের ম্যাচে ভারত জিতলেও, তৈরি হল বিতর্ক। কেননা এদিন টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন সরফুদৌল্লা সৈকত। তা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। কারণ, মুস্তাফিজুর ইস্যুতে ভারতে টি-২০ বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচ অন্যত্র সরানোর আবেদন জানানো হয়েছে আইসিসি’র কাছে। এই আবহে বাংলাদেশের আম্পায়ার শরফুদৌল্লার ভারতে আসা খুবই তাৎপর্যপূর্ণ। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ভারত নিরাপদ নয় বলে যে অভিযোগ বাংলাদেশ করছে, সেটা কি মিথ্যা প্রমাণিত হল? এই বিষয়ে বিসিসিআইকে একহাত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা। তাঁর অভিযোগ, ‘মুস্তাফিজুরকে আইপিএলে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। রাজনীতির ফায়দা নিতেই এমন সিদ্ধান্ত। আসলে জয় শাহ আইসিসি’র চেয়্যারম্যান হলেও ঘুরিয়ে তিনিই বোর্ড চালাচ্ছেন। তবে আমরা অবস্থান থেকে সরছি না। ভারতে আমরা টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলতে যাব না। শ্রীলঙ্কায় দেওয়া হোক খেলাগুলি।’ ভারত-বাংলাদেশ দ্বন্দ্বে ঘৃতাহুতি দিতে আসরে পাকিস্তানও। টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলি আয়োজনে প্রস্তুত পাক ক্রিকেট বোর্ড। বিসিবি’কে সরাসরি প্রস্তাব দিয়েছে তারা। যদিও বাংলাদেশি আম্পায়ার নিয়ে কারো কারো যুক্তি, যে তিনি আইসিসি প্যানেলের আম্পায়ার।তাই তার আসার সাথে বাংলাদেশ-বিতর্কের যোগ নেই।








