দলিত নারীকে কুপিয়ে হত্যা, কন্যাকে অপহরণ, উত্তপ্ত মেরঠ
নতুন পয়গাম, মেরঠ: উত্তরপ্রদেশের মেরঠে এক দলিত নারীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা এবং তাঁর ২০ বছর বয়সী কন্যাকে অপহরণের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনার দু’দিন পার হয়ে গেলেও পুলিশ এখনো অভিযুক্ত যুবক বা অপহৃত তরুণীর হদিশ পায়নি। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পথে নেমেছেন ভীম আর্মির সদস্য ও সমাজসেবীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ওই দলিত নারী তাঁর কন্যার সঙ্গে মাঠে কাজ করছিলেন। সেই সময় স্থানীয় এক চিকিৎসকের সহকারী হিসেবে পরিচিত এক যুবক সেখানে এসে তাঁদের উত্ত্যক্ত করতে শুরু করে। মা এর প্রতিবাদ জানালে অভিযুক্ত যুবক ক্ষিপ্ত হয়ে কাস্তে নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় ওই মহিলা মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্ত যুবক তাঁর কন্যাকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়। শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই মহিলার মৃত্যু হয়।
এই ঘটনার পর মেরঠের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। নিহতের পরিবার প্রথম দিকে শেষকৃত্য করতে অস্বীকার করে। তাঁদের দাবি ছিল, অভিযুক্তকে গ্রেফতার এবং অপহৃত তরুণীকে উদ্ধার না করা পর্যন্ত তাঁরা সৎকার করবেন না। পরবর্তীতে স্থানীয় প্রশাসন এবং বিজেপি নেতা সঙ্গীত সোমের মধ্যস্থতায় শুক্রবার শেষকৃত্য হয়।
এই ঘটনার বিরুদ্ধে সরব হয়ে বিএসপি সুপ্রিমো মায়াবতী পুলিশের নিষ্ক্রিয়তার তীব্র নিন্দা জানিয়েছেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অভিযোগ করেছেন, বিজেপি সরকার অপরাধীদের সুরক্ষা দিচ্ছে, যা এই সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াবে।
মেরঠের পুলিশ প্রশাসন জানিয়েছে, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং অপহৃত তরুণীকে উদ্ধারের জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। স্থানীয় সোর্স ব্যবহার করে তল্লাশি চালানো হচ্ছে। তবে ঘটনার দুই দিন পরও কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।








