ডব্লুপিএল
নতুন পয়গাম, নিজস্ব সংবাদদাতা: প্রথম ম্যাচে বেঙ্গালুরুর কাছে হারের মুখ দেখতে হয়েছিল একেবারে শেষ মুহূর্তে। নাদিনে ডি ক্লার্ক মুখের গ্রাস কেড়ে নিয়েছিলেন। তবে শনিবার আর কোনো ভুলচুক করলেন না হরমনপ্রীতরা। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে ৫০ রানে হারায় তাঁরা। ম্যাচের সেরা ক্যাপ্টেন হরমনপ্রীতই। ৮টি চার ও ৩টি ছক্কা সহ ৪২ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস উপহার দিয়েছেন তিনি। এছাড়া ন্যাট সিভার ব্রান্টও ৭০ রান করেছেন।যিনি আগের ম্যাচে শেষ ওভারে ১৮ রান ডিফেন্ড করতে পারেননি।সেই তিনিই এদিন বড় ভূমিকা পালন করলেন মুম্বাইয়ের জয়ে। এদিন টস হেরে প্রথমে ব্যাট করে মুম্বই তোলে ৪ উইকেটে ১৯৫। জবাবে দিল্লি ক্যাপিটালস ১৯ ওভারে ১৪৫ রানে গুটিয়ে যায়। রান তাড়া করতে নেমে ৪৬ রানেই ৫ উইকেট রাজধানীর দলটি। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি জেমাইমা রড্রিগেজরা। দিল্লির হয়ে সবচেয়ে বেশি(৫৬) রান করেন চিনেল হেনরি। মুম্বইয়ের নিকোলা কেরি ও অ্যামেলিয়া কের তিনটি করে উইকেট নেন।
অন্যদিকে, দিনের অপর ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইউপি ওয়ারিয়র্জকে ১০ রানে হারিয়েছে গুজরাত জায়ান্টস। প্রথমে ব্যাট করে গুজরাত তুলেছিল ৪ উইকেটে ২০৭। জবাবে নির্ধারিত ২০ ওভারে ইউপি থামে ৮ উইকেটে ১৯৭ রানে। উল্লেখ্য, এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইউপি’র ক্যাপ্টেন মেগ ল্যানিং। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাতের অ্যাশলে গার্ডনার’ও খেলেন ‘ক্যাপ্টেনস নক’।মূলত তাঁর ঝড়েই দুশো রানের গণ্ডি পেরোয় গুজরাত। ৬টি চার ও ৩টি ছক্কা সহ ৪১ বলে ৬৫ রানের ইনিংস উপহার দেন ক্যাপ্টেন গার্ডনার। রান তাড়া করতে নেমে ইউপি’র লিচফিল্ডও ব্যাট হাতে ঝড় তোলেন। ৮টি চার ও ৫টি ছক্কা সহ ৪০ বলে ৭৮ রানের ইনিংস উপহার দেন তিনি। তবে এই অজি ব্যাটার আউট হতেই চাপে পড়ে যায় দল। অল্পের জন্য জয় হাতছাড়া হয় ইউপি ওয়ারিয়র্জের।বল হাতে দারুণ পারফরম্যান্স করেন গুজরাতের রেনুকা, রাজেশ্বরীরা।








