অনবদ্য আকিব নবী! একার হাতে জেতালেন ম্যাচ
স্টাফ রিপোর্টার, নতুন পয়গাম: নিলামে ৩০ লক্ষ টাকা বেস প্রাইস নিয়ে নামা আকিবকে কিনতে একের পর এক ফ্র্যাঞ্চাইজি ঝাঁপিয়ে পড়ছিল। দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের মধ্যে শুরু হয় তীব্র লড়াই, যেখানে পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদও যোগ দেয়। শেষ পর্যন্ত ৮.৪০ কোটি টাকায় আকিবকে দলে নেয় দিল্লি।কিন্তু কেন হঠাৎ এই আনকোরা ক্রিকেটারকে দলে পেতে এমন হুড়োহুড়ি! কাল প্রমান দিয়ে দিলেন জম্মু-কাশ্মীরের এই খেলোয়াড়। জম্মু-কাশ্মীর ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী এক ইনিংস খেললেন তিনি। হায়দরাবাদের বিরুদ্ধে ২৬৯ রান তাড়া করতে নেমে তাঁর দল জম্মু ও কাশ্মীর ছিল একটা সময় ৯০-৭। সেখান থেকে আকিব নবি ৮২ বলে ১১৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে জম্মু-কাশ্মীরকে জেতান।তাঁর ইনিংস সাজানো ছিল ১০ টি চার ও ৭ টি ছক্কা দিয়ে। কার্যত একা হাতেই ম্যাচ জিতিয়ে দিয়েছেন দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়া কাশ্মীরি যুবক।








