বিদায় উজি!
নতুন পয়গামঃ শেষবারের মতো তিনি যখন মাঠে নামছেন, তখন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৈরি হল অভূতপূর্ব পরিবেশ। সারা গ্যালারি উঠে দাঁড়িয়ে সম্মাননা জানালেন। অঝোরে কাঁদছেন তাঁর স্ত্রী। নিজেও কাঁদলেন, সবাইকে কাঁদালেন। তিনি উসমান খোয়াজা। অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম ক্রিকেটার। সতীর্থদের গার্ড অফ অনারের মাধ্যমে শেষ হল প্রায় পনেরো বছরের বর্নাঢ্য ক্রিকেট ক্যারিয়ার। এদিন পুরা ক্রিকেট ক্যারিয়ারের জন্য কৃতজ্ঞতা জানাতে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে বিদায় বেলায় অস্ট্রেলিয়ার মাটিতে সিজদাহ্ও দিলেন।
গ্যালারিতে বসে প্রিয় সহধর্মিণীর কান্না, হাজার হাজার দর্শকের হাততালি সম্মান, এ সবই তাঁর প্রাপ্যই ছিল। পুরো ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে ৮৮ টা টেস্ট ম্যাচে ১৫৯ ইনিংস খেলেন। রান করেন ৬,২২৯। ব্যাটিং গড়ও দারুন ঈর্ষনীয় ৪২.৯৫। সেঞ্চুরি করেন ১৬ টা এবং ২৮ টা হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংস ২৩২। ওয়ানডে ক্যারিয়ারও খারাপ নয়। ৪০ টা ওয়ানডে ম্যাচে ১,৫৫৪ রান। ব্যাটিং গড় ৪২। হাফ সেঞ্চুরি ১২ টা। সেঞ্চুরি ১ টা। অতঃপর ৩৯ বছর বয়সে কাল ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নেন। বিদায় অস্ট্রেলিয়ান জাতীয় ক্রিকেট দলের একমাত্র মুসলিম ক্রিকেটার, বিদায় বিশ্ব ক্রিকেটের অন্যতম এক সম্মানিত ক্রিকেট প্লেয়ার।আজীবন মানবতার পক্ষে কথা বলা এক অকুতোভয় খেলোয়াড়কে আর কোনদিন মাঠে দেখা যাবে না।








