হেড, স্মিথে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া, সিরিজের শেষ ম্যাচ সম্ভবত ড্র হতে যাচ্ছে
নতুন পয়গাম, নিজস্ব সংবাদদাতা: আগের দিন ইংল্যান্ড শিবিরের রুটের অনবদ্য সেঞ্চুরির জবাব কাল সমানভাবেই ফিরিয়ে দিলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস। তবে সকালের সেশনটা ট্রাভিস হেডের হলে, পরের সেশন অবশ্যই স্টিভ স্মিথের। সেঞ্চুরি তুলে নেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথও। শুধু তা–ই নয়, ইংল্যান্ডের ‘দ্য মাস্টার’ জ্যাক হবসকে টপকে অ্যাশেজে সর্বোচ্চ রানে দুইয়েও উঠে এসেছেন স্মিথ। সব মিলিয়ে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে কাল টেস্টের তৃতীয় দিনটা দারুণ কাটল অস্ট্রেলিয়ার। ৩৪.১ ওভারে ২ উইকেটে ১৬৬ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। মঙ্গলবার সারা দিনে ৮৯.৫ ওভারের খেলা হয়েছে। ইংল্যান্ডের বোলাররা নিতে পেরেছেন মোটে ৫ উইকেট, আর অস্ট্রেলিয়া বিনিময়ে তুলেছে ৩৫২ রান। সব মিলিয়ে ৭ উইকেটে ৫১৮ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসেই ১৩৪ রানের লিড নিয়ে নিয়েছে স্টিভ স্মিথের দল। ক্রিজে আছেন স্মিথ (১২৯*) ও বিউ ওয়েবস্টার (৪২*)।
স্মিথের সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে হেড আউট হওয়ার পর নামেন উসমান খোয়াজা। আন্তর্জাতিক ক্যারিয়ারে সিডনি টেস্টকেই শেষ ম্যাচ হিসেবে ঘোষণা দেওয়ায়,তিনি নামার সময় উঠে দাঁড়িয়ে সম্মান দেখান মাঠের দর্শক। স্মিথের সঙ্গে পঞ্চম উইকেটে ৫১ রানের জুটি গড়া খোয়াজা অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। ১৭ রানে ব্রাইডন কার্সের বলে এলবিডব্লু হন। ষষ্ঠ উইকেটে অ্যালেক্স ক্যারির সঙ্গেও স্মিথের জুটি জমেনি। ১৬ রানে জশ টাংয়ের বলে আউট হওয়া ক্যারির সঙ্গে স্মিথের জুটিতে উঠেছে মাত্র ২৭ রান। ৯১ ওভারে ৬ উইকেটে ৩৭৭ রান নিয়ে চা বিরতিতে যায় অস্ট্রেলিয়া। ক্রিজে তখন ৬৫ রানে জেঁকে বসা স্মিথ ও ৮ রান করা ক্যামেরন গ্রিন। সারা দিনে উইকেট নিলেও অস্ট্রেলিয়ার রানের চাকা আটকাতে পারেনি ইংল্যান্ড। ফলে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া।যদিও এই টেস্টের ফয়সালা হওয়া কঠিন।কেননা ইতিমধ্যেই তিনদিন অতিবাহিত।








