মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে মুখ্যমন্ত্রীর চিঠি এসআইআর নিয়ে একগুচ্ছ অভিযোগ জানিয়ে তোপ মুখ্যমন্ত্রীর
নতুন পয়গাম, কলকাতা ও নয়াদিল্লি: এবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাঁকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী তোপ দেগে বলেন, ‘হোয়াটসঅ্যাপে বার্তা’ কোনও অনুষ্ঠানিক নির্দেশ ছাড়াই চালানোর অভিযোগ তুলেছেন মমতা।
চিঠিতে এসআইআর প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী লিখেছেন, এগুলোর সমাধান না হলে অপূরণীয় ক্ষতি হবে। উল্লেখ্য, এর আগে ২০ নভেম্বর এবং ২ ডিসেম্বর মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন মমতা। শনিবার এই নিয়ে তৃতীয় দফায় জ্ঞানেশকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী।
চিঠিতে তিনি অভিযোগ করেছেন, লিখিত বিজ্ঞপ্তি, সার্কুলার বা আইনি নির্দেশিকা ছাড়াই একের পর এক সিদ্ধান্ত নেওয়া বা সিদ্ধান্ত বদলানো সম্পূর্ণ স্বেচ্ছাচারী। কমিশনের কাজে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের অনিশ্চয়তা ভোটারদের নাম অকারণে বাদ পড়ার ঝুঁকি রয়েছে, যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এছাড়াও সম্পূর্ণ এসআইআর প্রক্রিয়ায় রাজ্য সরকারকে অনেক ক্ষেত্রেই অন্ধকারে রাখা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
পাশাপাশি তিনি এও অভিযোগ করেছেন, বিহারে এসআইআরের ক্ষেত্রে বংশ তালিকাকে বৈধ পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা করা হচ্ছে না। মুখ্যমন্ত্রী লিখেছেন, ইআরওদের অনুমতি ছাড়াই কমিশনের তথ্যপ্রযুক্তি ব্যবস্থার অপব্যবহার করে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, যা জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে করা যায় না। তাই গোটা প্রক্রিয়ায় কোনও অবৈধ কাজ হয়ে থাকলে তার দায় কমিশনকেই নিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী।








