প্রতি সপ্তাহে রিপোর্ট চাইল কমিশন এত আগে কেন অতি সক্রিয়তা, উঠছে প্রশ্ন
নতুন পয়গাম, নয়াদিল্লি: এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৪ ফেব্রুয়ারী। নির্বাচন কমিশন সূত্রে খবর, ফেব্রুয়ারী মাসের শেষ সপ্তাহেই কমিশনের ফুল বেঞ্চ আসতে চলেছে রাজ্যে। আর তারপরেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। তাই হাতে আর বাকি মেরেকেটে ৪০ দিন। তারপরেই বেজে যাবে ভোটের বাদ্যি। কিন্তু তার আগেই নির্বাচন কমিশন এখন থেকেই একের পর এক প্রস্তুতি সেরে রাখছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির রিপোর্ট এবার প্রতি সপ্তাহে নির্বাচন কমিশনকে পাঠাতে হবে। শনিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সব জেলা শাসকের কাছে। আজ সোমবার ৫ জানুয়ারি থেকে এই নিয়ে প্রত্যেক জেলা শাসকের নেতৃত্বে একটি আলাদা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আজ থেকেই প্রতি সপ্তাহে সব জেলা শাসকেরা রিপোর্ট পাঠাবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, তারপর সেই রিপোর্ট পাঠানো হবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে।
অর্থাৎ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কমিশন ভরসা করতে পারছে না। তাই এত আগে থেকে পদক্ষেপ শুরু করল কমিশন। পাশাপাশি ভোটের আগে নিয়োগ করা হয়েছে ২৫ টি নোডাল এজেন্সি। তারাও কাজ শুরু করবে আজ ৫ জানুয়ারি সোমবার থেকে। সব দেখেশুনে মনে হচ্ছে, এবার রাজ্য বিধানসভা নির্বাচন কমিশনকে পাখির চোখ করেছে কমিশন।








