বাংলা বলার ‘অপরাধে’ মহারাষ্ট্রে তিন শ্রমিকের উপর নৃশংস নির্যাতন
নতুন পয়গাম: আবারও বাংলা বলাকে কেন্দ্র করে ভিনরাজ্যে নিগ্রহের অভিযোগ সামনে এল। মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে পাণ্ডবেশ্বর বিধানসভার তিন শ্রমিকের উপর ভয়াবহ অত্যাচারের অভিযোগ উঠেছে। মাথায় গরম চা ঢেলে দেওয়া, জিনিসপত্র ছিনতাই, বিবস্ত্র করে মারধর – এমনই লোমহর্ষক নির্যাতনের শিকার হয়েছেন ওই তিন শ্রমিক বলে জানা গেছে। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন তাঁদের পরিবারের সদস্যরাও।
ঘটনার খবর পেয়ে নির্যাতিত শ্রমিকদের পাশে দাঁড়ান পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান। একইসঙ্গে ঘটনার বিরুদ্ধে সরব হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানানো হয়েছে, নির্যাতনের শিকার ওই তিন শ্রমিককে আগামী সাত দিনের মধ্যে পাণ্ডবেশ্বর এলাকায় নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। ভাষা ও পরিচয়ের ভিত্তিতে এই ধরনের নির্যাতনের ঘটনায় রাজ্যজুড়ে ক্ষোভ ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।








