তালগাছি সিনিয়র মাদ্রাসার শিক্ষকদের উপর হামলার তীব্র নিন্দা এবিটিএ’র
নতুন পয়গাম, হরিশ্চন্দ্রপুর: মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের তালগাছি সিনিয়র মাদ্রাসার সহকারী প্রধানশিক্ষক হেফজুর রহমান ও সহকারী শিক্ষক আফজাল হোসেনের উপর নৃশংস হামলার ঘটনার তীব্র নিন্দা জানাল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)-র মালদা জেলা শাখা। সোমবার সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানানো হয়েছে। জানা গেছে, গত শনিবার দুষ্কৃতীরা ওই দুই শিক্ষককে ব্যাপক মারধর করে। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় আহত শিক্ষকদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার স্থানীয় বাসিন্দারা বালাপাথার এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।
এবিটিএ’র মালদা জেলা সম্পাদক অরুণ কুমার প্রসাদ অভিযোগ করেন, শাসক দলের মদদপুষ্ট বহিরাগত দুষ্কৃতিরাই এই হামলার সঙ্গে জড়িত। তিনি বলেন, বিদ্যালয় বা মাদ্রাসায় শিক্ষকদের উপর এই ধরনের আক্রমণ কখনওই বরদাস্ত করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাজ্যে পালাবদলের পর থেকেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষাকর্মী এমনকি ছাত্রছাত্রীদের উপর ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে, যার ফলে শিক্ষাঙ্গনে চরম নৈরাজ্য তৈরি হয়েছে এবং স্বাভাবিক পঠন-পাঠন ব্যাহত হচ্ছে। এবিটিএ’র জেলা সভাপতি সৈয়দ কাজিম আলী প্রশাসনের কাছে অবিলম্বে বিদ্যালয় ও মাদ্রাসায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।








