বৃষ্টিবিঘ্নিত টেস্টে রুট-ব্রুকের চওড়া ব্যাটে সুবিধাজনক জায়গায় ইংল্যান্ড
নতুন পয়গাম, স্টাফ রিপোর্টার: প্রাথমিক ধাক্কা সামলে সুবিধাজনক জায়গায় ইংল্যান্ড। একটা সময় ৫৭ রানে ৩ উইকেট চলে গিয়েছিল সফরকারী দলের। সেখান থেকে হাল ধরেন জো রুট এবং হ্যারি ব্রুক। সিডনিতে অ্যাশেজের শেষ টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড ব্রুক এবং রুটের অপরাজিত হাফসেঞ্চুরির উপর ভর করে দিন শেষ করেছে ৩ উইকেটে ২১১ রানে। ব্রুক অপরাজিত ৭৮ রানে, রুট ৭২ রানে।
কাল বৃষ্টি ও আলো স্বল্পতায় খেলা হয়েছে মাত্র ৪৫ ওভার। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস।কিন্তু শুরুটা মোটেই ভালো হয়নি। ইংলিশ দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট গড়েন মাত্র ৩৫ রানের জুটি। বরাবরের মতে আক্রমণাত্মক ছিলেন ডাকেট।কিন্তু মিচেল স্টার্কের বলে পাঁচটি বাউন্ডারি মেরে ২৪ বলে ২৭ রান করেন আউট হন তিনি। শেষ হাসি হাসেন স্টার্ক।
সিরিজে পঞ্চমবার ডাকেটকে আউট করেন স্টার্ক। এরপর ১৬ রান করে ক্রলি এলবিডব্লু হন মাইকেল নেসারের বলে। তিন নম্বরে নামা বেথেল ছিলেন সাবধানী। প্রথম রান পেতে তিনি খেলেন ১৫ বল। তবে উইকেটে থিতু হয়েও বড় রান করতে পারেননি। ১০ রান করে স্কট বোল্যান্ডের বলে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে। এই তিন ব্যাটসম্যানই ফেরেন দিনের প্রথম ১৩ ওভারের মধ্যে।
এরপর দলের হাল ধরেন রুট ও ব্রুক।দুজনে গড়েছেন ১৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি, যা এই সিরিজে দুই দল মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। এরপর নামে বৃষ্টি, শুরু হয় বজ্রপাতও। তাতে চা বিরতি নেওয়া হয় আগেভাগেই। খারাপ আবহাওয়ায় আর খেলা শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টি থামলেও আলো কমে আসায় ৪৫ ওভারেই সমাপ্ত হয় প্রথম দিনের খেলা। সবমিলিয়ে বেশ উপভোগ্য হচ্ছে শেষ টেস্ট’টি।








