কুরান অবমাননার অভিযোগে বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে এফআইআর
নতুন পয়গাম: নদীয়ার হরিনঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে পবিত্র ধর্মগ্রন্থ আল কুরান সম্পর্কে অবমাননামূলক মন্তব্য ও আপত্তিকর বিকৃত ব্যাখ্যা দেওয়ার অভিযোগে বারুইপুর থানায় এফআইআর দায়ের করল ‘বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ’-এর একটি প্রতিনিধি দল। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, অসীম সরকার মুসলমানদের ঐশী গ্রন্থ আল কুরানকে নিয়ে কুরুচিপূর্ণ ও মিথ্যা মন্তব্য করে মুসলিম সমাজের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। প্রতিনিধিদলটি দাবি করে, ভারতীয় আইনে কারও ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার কারও নেই। এই ধরনের বেআইনি ও উসকানিমূলক কাজের জন্য অবিলম্বে অসীম সরকারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি তাঁকে গ্রেফতার করে উপযুক্ত ধারায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
প্রতিনিধিদের আরও অভিযোগ, এর আগেও বিভিন্ন সময়ে অসীম সরকার উসকানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করার অপচেষ্টা করেছেন। এমন মন্তব্য সমাজে অশান্তি ও বিদ্বেষ ছড়াতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের নৈতিক দায়িত্ব হিসেবে অবিলম্বে শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় সহিষ্ণুতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. জাহান আলী পুরকাইত, কার্যকরী সভাপতি আব্দুর রউফ পাটুলি, বিশিষ্ট আইনজীবী আনিসুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, আ. রহমান, চার্চের প্রতিনিধি মারিয়া ঘড়ুই সহ অন্যান্যরা।








