আপাতত বামেদের সঙ্গে জোট নয়
নতুন পয়গাম, কলকাতা: বাংলায় বামেদের সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নিয়ে চলা জল্পনায় ইতি টানলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। রবিবার তিনি স্পষ্ট জানান, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস এককভাবেই নির্বাচনী লড়াইয়ে নামতে চায়। শুভঙ্কর সরকারের বক্তব্য, “মানুষ চাইছে কংগ্রেস নিজের শক্তিতে লড়াই করুক। রাজ্যে আমাদের সাংগঠনিক অবস্থান এখন আগের তুলনায় অনেকটাই মজবুত। তাই আমরা একলা চলার পক্ষেই সিদ্ধান্ত নিয়েছি। এই অবস্থানের কথা এআইসিসিকেও জানানো হয়েছে।” তাঁর মতে, সাধারণত যখন কোনও রাজনৈতিক শক্তি দুর্বল হয়ে পড়ে, তখনই তারা জোটের পথে হাঁটতে চায়। কিন্তু বর্তমান কংগ্রেস সেই জায়গায় নেই।
শুভঙ্কর অভিযোগ করেন, রাজ্য ও কেন্দ্র উভয় সরকারই এখন মানুষের মূল সমস্যা থেকে নজর ঘোরাতে জাতপাত ও ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে। চাকরি, খাদ্য, বাসস্থান ও আইনশৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলি আড়ালে চলে যাচ্ছে। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ও আইএসএফের সঙ্গে জোট বেঁধে লড়েছিল কংগ্রেস। সেই জোট রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখার জন্য সম্প্রতি বাম নেতৃত্বের সঙ্গে আইএসএফ-এর বৈঠকও হয়। তবে সেই আলোচনায় কংগ্রেসের অনুপস্থিতি বিরোধী শিবিরের রাজনৈতিক মহলে প্রশ্ন তোলে।
এপ্রসঙ্গে শুভঙ্কর সরকার এদিন জানান, কংগ্রেস বর্তমানে নিজের সংগঠনের উপর ভরসা রেখেই এগোতে চায়। যদিও তিনি এটাও ইঙ্গিত দেন যে রাজনীতিতে চূড়ান্ত কিছুই নয় ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী সমীকরণ বদলাতেও পারে।








