উলুবেড়িয়ায় শুরু হলো এসআইআর-এর শুনানি পর্ব
অতসী মন্ডল, নতুন পয়গাম, উলুবেড়িয়া: শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো SIR (Special Intensive Revision)-এর শুনানি পর্ব। হাওড়া জেলার ১৭৮ নম্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উলুবেড়িয়া–১ ব্লক অফিসে অনুষ্ঠান শুরু হয়। প্রথম ধাপে যাদের নামের সঙ্গে কোনও ম্যাপিং ছিল না, এমন মোট ২,৫২২ জনকে শুনানির জন্য ডাকা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, এই শুনানি আগামী ৫ জানুয়ারি পর্যন্ত চলবে। শুনানিকে কেন্দ্র করে ব্লক অফিস চত্বরে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিক ও আবেদনকারীদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রত্যেক আবেদনকারীর নথি যাচাই করে মতামত গ্রহণ করা হচ্ছে।
এদিকে, ম্যাপিং সংক্রান্ত শুনানি শেষ হওয়ার পর যদি নির্বাচন কমিশনের নির্দেশে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ (logical discrepancy) সংক্রান্ত মামলাগুলিরও শুনানি করার সিদ্ধান্ত নেওয়া হয়, সেক্ষেত্রে নতুন করে আলাদা শুনানির ব্যবস্থা করা হবে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই ধরনের মামলার সংখ্যা প্রায় ৫০ হাজারের কাছাকাছি হতে পারে।








